মোংলা বন্দর সচল রাখতে ইনার বারে পুনরায় ড্রেজিং শুরু

Passenger Voice    |    ০৪:৪৮ পিএম, ২০২৪-০২-০৬


মোংলা বন্দর সচল রাখতে ইনার বারে পুনরায় ড্রেজিং শুরু

মোংলা সমুদ্র বন্দর সচল রাখতে চ্যানেলের ইনার বারে পুনরায় ড্রেজিং কাজ শুরু হয়েছে। ড্রেজিং কাজ শেষ হলে ৯ দশমিক ৫ মিটার থেকে ১০ মিটার গভীরতা সম্পন্ন জাহাজ মোংলা বন্দরে ভিড়তে পারবে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০২১ সালে মোংলা বন্দর চ্যানেলের ইনার বার ড্রেজিং কাজ শুরু হয়।

কিন্তু ড্রেজিং করা মাটি ফেলার জমি সংকটের কারণে ২০২২ সালে ড্রেজিং কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। ওই সময়ে ইনার বারে প্রায় ৩৫ শতাংশ খনন কাজ করা হয়। খনন করার কারণে ওই সময়ে ৮ দশমিক ৫ মিটার গভীরতা সম্পন্ন জাহাজ মোংলা বন্দরে ভিড়ানো সম্ভব হবে।

কিন্তু গত একবছর যাবত ড্রেজিং কাজ বন্ধ থাকায় চ্যানেলের বিভিন্ন স্থানে পলিমাটি জমার কারণে নিয়মিত ৮ দশমিক ৫ মিটার গভীরতা সম্পন্ন জাহাজ বন্দরে আসতে পারছে না।

ড্রেজিং করে মাটি ফেলার জমির ব্যবস্থা হওয়ায় পুনরায় ড্রেজিং কাজ শুরু করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মোংলা বন্দর কৃর্তপক্ষ সব সময় সচেষ্ট রয়েছে। ইনার বারে চলমান ড্রেজিং প্রকল্পটি সমাপ্ত হলে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার গভীর জাহাজ অনায়াসে বন্দরে আসতে পারবে। অধিক গভীরতা সম্পন্ন জাহাজ আগমন হলে মোংলা বন্দরের আয় বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

প্যা/ভ/ম